বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে উল্টো পথে তিন চাকা অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে উল্টো পথে তিন চাকা অ্যাম্বুলেন্স  সংঘর্ষে নিহত ১

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স ও উল্টো পথে আসা নিষিদ্ধ সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর গঠনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রবিবার ২৯ ডিসেম্বর বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা ব্রিজের টুল প্লাজার সম্মুক্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন (৬০)। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আহত একজন হলেন আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এবং সিএনজিতে থাকা বাকি ৫ জন আহত হয়। এম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার চলাচলে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে আমাদের অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও আইন অমান্য করে আমাদের অনুপস্থিতে চলাচল করে এতে দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আরো সোচ্চার হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন