শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ক্লিন–আপ প্রোগ্রাম ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ৬:১১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ক্লিন–আপ প্রোগ্রাম ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

গতকাল বুধবার সোনারগাঁ উপজেলার বাংলাদেশ লোক ও কারো শিল্প ফাউন্ডেশনের আশপাশ পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্লিন–আপ প্রোগ্রাম ও আলোচনা সভায় এ কথা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

তিনি বলেন, আজকের এই কর্মসূচীর মূল লক্ষ্য হল স্থানীয় জনসাধারণকে, বিশেষ করে পর্যটকদেরকে পরিবেশ সচেতন করে তোলা এবং অপচনশীল বর্জ্য সৃষ্টির অভ্যাসকে নিরুতসাহিত করা । কারন প্লাস্টিক বর্জ্য প্রাণ, মাটি, বাতাস এবং পরিবেশ সকলের জন্যই আপদ সরূপ। আমাদেরকে নিজে থেকে এবং নিজের ঘর থেকে বর্জ্য ব্যবস্থাপনায় সজাগ হতে হবে। সমাজে সবারই ভূমিকা আছে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। তিনি এধরণের পরিবেশ সাশ্রয়ী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে ইউনিডোকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ, পরিবেশ ও পরিছন্নতা আন্দোলনে কর্মরত বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় জনসাধারণ ও সেচ্ছাসেবী বৃন্দ। এই কর্মসূচীর প্রধান লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে প্লাস্টিক বর্জ্য পুন:প্রক্রিয়াজাত করার লক্ষ্যে সার্কুলার ইকোনমি অনুসরণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা।

তিনি বলেন, ‘ছোটবেলায় আমরা সবাই দেখেছি আগের দিনের মানুষেরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে যেতেন। আমি নিজেও কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাই। আসুন আমরা আগের দিনে ফিরে যাই। বাসা থেকে কাপড়ের বা পাটের ব্যাগ নিয়ে বাজার করতে আসি । ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও এটি মানা হচ্ছে না বলেও সভায় জানানো হয়।

এ অনুষ্ঠানটি নারায়গঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ‘ইন্ট্রিগ্রেডেট এ্যাপ্রোচ টুয়ার্ডস্ সাইটেনেবল প্লাস্টিকস্ ইউজ এ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ উদ্বেগে নরওয়ে সরকারের অর্থয়নে ইউনাইটেড নেশনস্ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো)-এর কারিগরী সহায়তায় এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ‘ইন্ট্রিগ্রেডেট এ্যাপ্রোচ টু ওয়ার্ডস্ সাইটেইনেবল প্লাস্টিকস্ ইউজ এ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় গতকাল (২৭ নভেম্বর )বুধবার সোনারগাঁ উপজেলায় পর্যটন স্পটে অনুষ্ঠিত হয়।

এছাড়াও স্থানীয় সাংবাদিক এবং বিডি ক্লিন-এর সভাপতি কামরুজ্জামান রানা সোনারগাঁ উপজেলা ১৮২টি বর্জ্যপূর্ণ স্থান পরিছন্ন করার সাফল্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতায় মোগড়াপাড়া চৌরাস্তার ডিভাইডার সংলগ্ন ভাগাড়টিকে পরিছন্ন করে একটি দৃষ্টিনন্দন ফুল বাগান প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিছন্নতার জন্য শপথ গ্রহণ এবং স্বেচ্ছাসেবীদের আয়োজনে ক্লিন-আপ কর্মসূচী অনুষ্ঠিত হয় । শপথ গ্রহন ও পরিছন্নতা কর্মসূচী উদ্বোধন এবং শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এতে অংশগ্রহন করেন ইউনিডো কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন