শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়া ইউনিয়নে জিয়া পরিষদের কমিটি গঠন

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

কালাপাহাড়িয়া ইউনিয়নে জিয়া পরিষদের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন জিয়া পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

জিয়া পরিষদ আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি ডা. কাজী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা মোল্লা স্বাক্ষরিত কমিটিতে নোয়াগাঁও গ্রামের আহমেদ বাচ্চু কে সভাপতি এবং ইজারকান্দি গ্রামের মো. আরিফ হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, আমাকে কালাপাহাড়িয়া ইউনিয়ন জিয়া পরিষদের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রিয় সভাপতি ও সেক্রেটারি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিয়ার আদর্শকে সমুন্নত রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে এলাকার জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন