আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার এক কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার মৌজাকান্দা ও নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিজদ্দিন ভূইয়া ও নোয়াপাড়া গ্রামের স্থানীয় যুবলীগ নেতা আনিছুর রহমান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ২৩ নভেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল একটি দলীয় কার্যক্রম শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় তাদের গাড়ি আটক করে তাদেরকে মারধর করে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীরা। গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর এ ঘটনায় মোঃ রতন বাদী হয়ে ২৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় এজাহারভূক্ত আসামী নোয়াপাড়া গ্রামের স্থানীয় যুবলীগ নেতা আনিছুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও পাঁচরুখী এলাকার ভাংচুর ও নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী আড়াইহাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিজদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে র্যাব ১১।