শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশু সহ ৬জন দগ্ধ

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ৩:০১ অপরাহ্ণ

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশু সহ ৬জন দগ্ধ

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডহরগাও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের দগ্ধ হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাত বারোটা নাগাদ দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন একই পরিবারের (১) মোহাম্মদ বাবুল (গৃহকর্তা)৪৭,(২)মোছাম্মৎ সেলি ৩৬ ( গৃহকর্ত্রী) ,(৩) মোঃ সুয়েল -২২,(৪) মোসাম্মৎ মুন্নি -২০,(৫)মোহাম্মদ ইসমাইল ১৬, (৬)মোছাম্মৎ তাসলিমা -১৩।

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া এবং প্রতিবেশী জুয়েল রানা জানান,দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। আমরা ধারণা করছি লাইনের গ্যাস লিকেস হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয় জনই দগ্ধ হয়। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের সবাই ৫৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। তবে এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নারী ও শিশুসহ ৬জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বান ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন