শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২:২৩ অপরাহ্ণ

রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ও কর্মীদের বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোহেল কবির,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) এর মহাসচিব ড, সাইফুল ইসলাম দিলদার ও তার কর্মীদের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার কৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
রবিবার সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালী মো, সুমন মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,রূপগঞ্জ আঞ্চলিক শাখার অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জয়, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ভুলতা ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ আল আমিন, কার্যকারি সদস্য মোঃ ফরহাদ হোসেন, মহিলা বিষয় সম্পাদক বিউটি আক্তার সাংবাদিক মনিরুল ইসলাম রিপনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সহ সকল কর্মীদের বিরুদ্ধে আওয়ামী স্বৈরশাসক সরকারের আমলে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন