শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৬ পূর্বাহ্ণ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকার আল আমিন, গোলাপ গ্রুপ ও দেওয়ান আলী গ্রুপের মধ্যে
এ গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ ত্যাগ ও দেশ ত্যাগের পর থেকেই ব্রাহ্মনগাঁও এলাকার আল আমিন ও গোলাপ বাহিনী লোকজন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসকল কর্মকান্ড মুড়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির নেতা দেওয়ান আলী নিষেধ করে। এরই জেরে ২১ সেপ্টেম্বর শনিবার রাতে আল আমিন ও গোলাপ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র শস্ত্র ও পিস্তল নিয়ে দেওয়ান আলীর উপর হামলা করে। এসময় আল আমিন ও গোলাপ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুরে৷ এক পর্যায়ে আল আমিন, গোলাপ বাহিনী ও দেওয়ান আলী বাহিনীর দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরে।
এ ঘটনায় রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন