শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ উচিৎ শিক্ষা দেবে : ড. শফিকুর রহমান

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ৬:৩৬ অপরাহ্ণ

কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ উচিৎ শিক্ষা দেবে : ড.  শফিকুর রহমান

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের আড়াই মাসের কন্যা শিশু সুয়াইবার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বুধবার (১৪ আগস্ট) দুপুরে
পাইনাদী নতুন মহল্লা দোয়েল চত্ত্বর এলাকায় শিশুটিকে দেখতে এসে তিনি এ ঘোষণা দেন। এসময় জামায়াত নেতা বলেন,আমরা এখানে এসেছি আমাদের শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফুটেনাই। শিশুটির মুখে যখন ভাষা ফুটবে, তখন মা ডাকার মতো তার কেউ রইলো না। এখন থেকে বড় হওয়া পর্যন্ত অবুঝ বাচ্চাটির যাবতীয় দাীয়ত্ব আমরা নিলাম। এ শিশুর মতো
যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তানদের হারিয়েছে আমি দোয়া করি আল্লাহ্ যেন তাদের ধৈযর্য ধারণ করার ক্ষমতা দেন। যারা যালিমের হাতে মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। তিনি বলেন, সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত বা জড়িত হচ্ছেন,তাদের বিনয়ের সঙ্গে বলবো, আপনারা শিক্ষা নেন, এখনো মানুষের বুকের চাপা
কষ্ট দূর হয়নি। যারাই বাড়াবাড়ি করবেন জনগণ তাদের উচিত শিক্ষা দেবে।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, যারা লুটতরাজ, চাঁদাবাজি করতে আসবে তাদেরকে কোনো ছাড় দিবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের
হাত অবশ করে দিবেন।

উল্লেখ্য,পাইনাদী নতন মহল্লা শাপলা চত্ত্বর এলাকায় গত ২০ জুলাই বিকেলে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়ন আড়াই মাসের শিশু সুয়াইবার মা সুমাইয়া
আক্তার (২০)। তিনি বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানা এলাকার মৃত সেলিম মাতব্বরের মেয়ে। তার স্বামীর নাম জাহিদ হোসেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন