বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের উৎসবে পুরস্কার বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | ৮:১৩ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের উৎসবে পুরস্কার বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের নিয়ে উৎসব করল মানব কল্যাণ পরিষদ। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে উৎসবে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, সাংগঠনিক টিম লিডার বুবলি আক্তারসহ অন্যান্য। এসময় স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তারা নতুন বছরে বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং মানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে আনন্দ বিনোদনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারী করে বিজয়ী ঘোষণা করে পুরস্কার তুলে দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন