
স্টাফ রিপোর্টাার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গোদনাইল ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল৷ মাদকের বিরুদ্ধে কথা বলছেন খোদ মাদক ব্যাবসায়ীকে সাথে নিয়ে। বক্তব্যের৷ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে হাস্যরসে পরিনত হয়েছে। ভিডিওতে দেখা যায় তিনি আইলপাড়া এলাকায় এক ইফতার মাহফিলে বক্তব্য উপস্থাপন করছেন এমন ভাবে, যারা এই এলাকায় মাদকের সাাথে জড়িত তাদের কাছে আমার এই আওয়াজ, তোমরা ভালো হয়ে যাও এবং যাদের অভিভাবক এই ছেলেদেরকে আশকারা দিচ্ছেন আপনারাও সর্তক হয়ে যান। যদি আপনার সন্তানের দ্বারা এই এলাকায় কোন ছিনতাই এবং মাদকের সাথে জড়িত দেখতে পাবো তাহলে আপনিও এই এলাকায় বসবাস করতে পারবেন না। এমন বক্তব্য দেওয়ার সময় খোদ তার৷ সামনেই বসা তার অন্যতম সহযোগী মাদক সম্রাট দেলু। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং হত্যা, বিস্ফোরক ও ডাকাতি সহ একাধীক মামলার আসামী পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলু স্বৈরাচারী আওয়ামী গডফাদার আজমেরী ওসমানের হোন্ডা বাহিনীর ক্যাডার। মাদক ও অস্র ব্যবসায়ী দেলু এখন ফ্যাসিবাদীী ডেস্কী বাবুলের ছায়াতলে। এলাকা এলাকাবাসী জানায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী, আইলপাড়া এনায়েতনগর এলাকায় চুরি ছিনতাই আর চাঁদাবাজীর আরেক নাম ডেস্কি বাবুল ও দেলু বাহিনী। ভুতের মুখে রাম রাম বিষয়টি এখন আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দুতেে। নতুন আইলপাড়া এলাকার গিরিঙ্গিবাজ জামাই দেলোয়ার হোসেন বাবুল এর নাম ডিএইচ বাবুল হিসেবে পরিচিত এবং মাদক বিক্রেতার নামও দেলোয়ার হোসেন দেলু। এলাকায় প্রভাব বিস্তার সহ হুমকি দামকি দিয়ে মানুষদের নাজেহাল করে বিএনপির বদনাম করছে এই অপরাধীরা। এলাকায় ওদের কারনে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা সহ বিভিন্ন মাদক। এব্যাপারে পুলিশ প্রশাসন ও জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।