বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদন্ড 

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকানীর অর্থদন্ড 

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেলে আড়াইহাজার বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজস্ট্রেট নঈম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানান, অভিযানের সময় অতিরিক্ত মূল্য নেয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় দীপক ট্রেডার্সের মালিক সুবাস চন্দ্র দাসকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই দোকানে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় এই গুলো জব্দ করা হয়। একই সাথে শিশির ট্রেডার্সের মালিক প্রবীর কুমার দাসকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পণ্য মজুদ করার অপরাধে গোপালদী উলুকান্দির বাসিন্দা লোকনাথ পোদ্দারের গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে। একই সাথে আরও ২০ টি দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করে দেয়া হয়েছে। অভিযানের সহয়তায় ছিলেন আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় শিশির ট্রেডার্সের ৮শ কাটুন সয়াবিন তেল তাৎক্ষনিক বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিত চলবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন