রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দেবর ও ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে দেবর ও  ইউপি সদস্যের বিরুদ্ধে  গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সাকিব মেম্বারের বিরুদ্ধে এক গৃহবধুকে মদ্যপান করিয়ে ধর্ষণ চেষ্ঠার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের আতাউরের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই ধারাবাহিকতায় আতাউর গত ৩ মাস যাবৎ নিঁখোজ রয়েছেন, আতাউরের স্ত্রীর দাবি তার স্বামীকে অপহরন করা হয়েছে।

স্বামীর অবর্তমানে দেবর স্বপন গৃহবধুকে নানা ভাবে উত্যক্ত করে ও কু প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় স্বপন গৃহবধুকে শারীরীক নির্যাতন করে।

এ ঘটনায় গত ১৯ জানুয়ারী গৃহবধূ বাদি হয়ে
সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বামীর নিঁখোজ ও দেবরের নির্যাতনের বিচার চাইতে স্থানীয় ইউপি সদস্য সাকিব মেম্বাররে কাছে গেলে, সাকিব মেম্বার গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় ২৫ জানুয়ারী শনিবার রাতে স্থানীয় শহিদুল্লার মাধ্যমে গৃহবধূকে শহিদুল্লার বাড়িতে ডেকে পাঠায়। শহিদুল্লার ফাঁকা বাড়িতে পূর্বে থেকে দেবর স্বপন ও সাকিব মেম্বারসহ ৭ /৮ জন উপস্থিত ছিলো। এসময় জোরপূর্বক পানির সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সাকিব মেম্বার তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় ২৭ জানুয়ারী সোমবার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রেরের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল হাসান খান জানান, অভিযোগের সত্যতা পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন