বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁও ঐতিহ্যবাহী লোকজ উৎসব মাসব্যাপী মেলা শুরু আজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৯:১৯ অপরাহ্ণ

সোনারগাঁও ঐতিহ্যবাহী লোকজ উৎসব মাসব্যাপী মেলা শুরু আজ

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী ‘লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫’ আজ শুরু হয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে উপদেষ্টামণ্ডলীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরকার ফারুকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী এ মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাহবুবুল আলম, পরিচালক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ফারুকী বলেন, বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও সারাবিশ্বে সুপরিচিত লোকজ ঐতিহ্যের কারণে আমরা আনন্দিত। সোনারগাঁওকে বিশ্বের সামনে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে যা যা করার দরকার তার সবই করার চেষ্টা করব।

তিনি বলেন, শান্তিপ্রিয় সোনারগাঁওয়ের মানুষ উন্নয়ন চায়। আগামীদিনে সকলের মিলনমেলা হিসাবে এ স্থানকে প্রতিষ্ঠিত করতে চাই। সোনারগাঁও বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। দেশি-বিদেশি পর্যটকরা যাতে এখানে এসে অপ্রীতিকর অবস্থা ও বিড়ম্বনার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাই। এসময় অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে মর্মে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, লোক উৎসব মেলা জাদুঘরের আসার পথগুলো সরু । এটি সেই সোনারগাঁ যেটি প্রাচীনকালের রাজধানী। এই রাজধানীর ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি মন্ত্রণালয়ে পানাম নগর ঐতিহ্যবাহী সোনারগাঁ রাজধানীর বিষয়ে নতুন করে উপস্থাপনার জন্য কাজ করে যাব এবং আগামী জাতীয় নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই জনগণের কল্যাণার্থে সে কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে কাজী মাহবুবুল আলম
বলেন, লোকজ ঐতিহ্য ও শিল্পের উন্নয়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে- সারাদেশের কারুশিল্পীরা এ মেলায় এসে নিজ হাতে কারুশিল্প পণ্য তৈরি, প্রদর্শন ও বাজারজাত করবে। এর মাধ্যমে কারুশিল্পের প্রসারসহ এ সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরি হবে।

তিনি বলেন, কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশল অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ২০১৭ সালে সিলেটের শীতলপাটি বয়নশিল্প এবং সম্প্রতি ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কো’র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।

সংস্কৃতি সচিব মফিদুল ইসলাম বলেন, বিভিন্ন কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশলকে ডকুমেন্টশন করা হবে এবং পরবর্তীতে বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এ জাদুঘর কে বিশ্বের কাছে ইন্টারন্যাশনাল জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক, জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার, প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, ফারজানা রহমান, ট্যুরিস্ট পুলিশ সুপার, নাঈমুল হক।

এ সময় শিল্পাচার্যের জন্য পাঁচজন শিল্পী কে স্বর্ণ পদক,নগদ অর্থ প্রদান সহ সনদ প্রদান করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন