সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ ফাহিম মোল্লা কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
২৯ শে অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক (১০:৩০) টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে (বুরুমদী) তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফেরদৌস বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আমার সকল ফোর্স নিয়ে বুরুমদী গ্ৰামের মোঃ সোহেল মোল্লার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের ওয়ার্ড সভাপতি ও নিয়মিত মামলার এজাহার ভুক্ত আসামি মোঃ ফাহিম মোল্লা(২৬) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি।পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন,সে নিয়মিত ১০(০৯)২৪ মামলার ১৫৩ সিরিয়ালের এজাহার ভুক্ত আসামি।