বিশেষ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৪ গত ১৩ অক্টোবর ২০২৪খ্রি. থেকে শুরু হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৪ এর ২য় দিনে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদের সহযোগিতা করেন নৌ পুলিশ ফাড়িঁ। এই সময় মৎস্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা । যার বাজারমূল্য ২০.৮০ লক্ষ টাকা এবং ৫ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে ইলিশ মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।