সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদক, অপহরণ, ডাকাতি, ছিনতাইসহ প্রায় ডজন মামলার আসামি সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকার চিহ্নিত মাদকের ডিলার মেহেদী ওরফে ডিলার মেহেদীর মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
এছাড়াও মিজমিজি এলাকার এশাধীক মামলার আসামি মিশু ওরফে ইয়াবা মিশু, মাসুদ ওরফে মুরগি মাসুদ ও মাহাবুবসহ নামে বেনামে আরো অনেকেই রয়েছে ধোরা ছোয়ার বাইরে।
তথ্যসূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সাথে-সাথে পুলিশিং কার্যক্রম ভেঙ্গে পরার সুযোগে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারিরা মাথাচাড়া দিয়ে ওঠে। তারা সকলেই বিগত সময়ে গেস্খপ্তার হয়ে জেল কেটে জামিনে বেরিয়ে ফের শুরু করে এই মাদক ব্যবসা।
স্থানীয়রা বলছেন, পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনে তাদের মাদকদ্রব্য বেঁচা-কেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা-হেরোইন-ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের মাদক ব্যবসা।
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকার আব্দুল হাই ছেলে মেহেদী, সিদ্ধিরগঞ্জপুলস্থ বাজার এলাকার মৃত গনি মিয়ার ছেলে মিশু ওরফে ইয়াবা মিশু, একই এলাকার মাসুদ ওরফে মুরগি মাসুদ ও মাহাবুব সহ আরো অনেকেই রয়েছে মাদক ব্যবসায়ী।
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মজিববাগ, আল আমিন নগর, পাগলাবাড়ি বাতেনপাড়া, বিলেরপাড় এলাকার পাড়া-মহল্লার ওলিগলিসহ বিভিন্ন জায়গায় জমে উঠেছে তাদেও জমজমাট মাদকের ব্যবসা। তাদের সিন্ডিকেটে মাদক সরবারহে রয়েছে ১৪/১৫ জনের কিশোর। আর এসকল কিশোরদের দিয়ে বিভিন্ন জায়গায় মাদক সরবারহ করে।
এদিকে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে ওই এলাকাগুলোতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সে সাথে আইন শৃঙ্খলারও ব্যাপক অবনতি ঘটছে।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা জানান, মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছে যাচ্ছে। দেখার কেউ নেই।
ছাত্র-জনতার আন্দোলনে গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনা সরকারের পতনের পর থেকে মাদক কারবারিদের প্রকাশ্যেই দেখা যাচ্ছে। ওই চিহ্নিত মাদক কারবারিরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনেই প্রতিটি মাদক স্পটে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। অপরদিকে, মাদকের ভয়াবহতায় সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান পাওয়ার জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।