শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাম সারোয়ার এর ৫ম মৃত্যু বার্ষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর দোয়া

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ | ১:৪১ অপরাহ্ণ

গোলাম সারোয়ার এর ৫ম মৃত্যু বার্ষিকীতে মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর দোয়া

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ই নভেম্বর) দুপুরে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কড়ই তলায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর আয়োজন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ার এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল পরিচালনা করেন, সৈয়দপুর কড়ই তলা জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা ইমরানুল হক। পরে উপস্থিত সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে রান্না করা খাবার বিতরণ করেন প্রধান অতিথি।
মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ জেলার যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ মনির হোসেন বাবুল মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ আহ্বায়ক এইচ এম রাসেল ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর-রহমান শান্ত প্রমুখ।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন