
ফতুল্লার পাগলা থেকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মাসুদ রানা (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা ঢাকার কোতোয়ালি থানার ২১/২, কোট হাউস স্ট্রীট রোডের মৃত দিল মোহাম্মদেও ছেলে।
এঘটনায় শনিবার (১২ অক্টোবর) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
এরআগে, শুক্রবার রাত সাতটার দিকে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানার পাগলাবাজারস্থ এ এস এম সুপার মার্কেটের মেসাস শাহীন ষ্টোর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানাকে গ্রেপ্তার করে।