বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও তিতাস যৌথ অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ৫:১৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও তিতাস যৌথ অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্নে অভিযান করেছে র‌্যাব ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা ১১’টা থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা তিনটি নির্মানাধীন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে তিতাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, মিটারিং এন্ড বিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল অফিসের উপ ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহ-প্রকোশলী নাজমুল ইসলাম, উপ-সহ প্রকোশলী মোঃ গিয়াস উদ্দিন। র‌্যাব-১১’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ স¤্রাট তালুকদার এবং ডিএডি রবিউল ইসলাম। এই অভিযানে তিতাস ২০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এই অভিযানে বাড়ির মালিক বা অবৈধ সংযোগ প্রদানকারী কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, এই অভিযান তিতাসের নিয়মিত একটি অভিযান। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিষয়ে কি পদক্ষেপ নিবেন জানতে চাওয়া হলে তিনি জানান, যেসব বাড়ির মালিক এই অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবো। যারা সংযোগটি দিয়েছে তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে তাদের বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। র‌্যাব-১১’র সহকারি পুলিশ সুপার মোঃ স¤্রাট তালুকদার বলেন, র‌্যাব এর আগেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। তিতাসের পাশাপাশি আমরাও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান নিয়মিত পরিচালনা করবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন