রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ৬:৫০ অপরাহ্ণ

রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ডিসেম্বর রবিবার রূপগঞ্জ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিঁড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রূপগঞ্জ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী ভুঁইয়া, সরকারি মুড়াপাড়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাতেয়পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন সরকার, বিএনপি নেতা আফতাব উদ্দিন, আল-আমিন মাসুদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা তাইজুল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে গোল্ডকাপ ও বিজিত দলের মধ্যে রঙিন টেলিভিশন বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন