সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার জমাদানে বাঁধা দেয়ার প্রতিবাদে ও পুন: টেন্ডারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাহজাহান এন্টারপ্রাইজের সমর্থকরা। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার সামনের রাস্থা থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভা প্রাঙ্গন প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা পৌরসভার প্রকৌশলীর কাছে অভিযোগ দেন। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছ সাউদ, ৬নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি শামীম বাদশা, প্রচার সম্পাদক অহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাবু ভূইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুজন সাউদ প্রমুখ।
এসময় বিক্ষোভকারীরা জানান, গত ২০দিন আগে পত্রিকার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার জমাদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে ৭টি টেন্ডার জমা দেয়া হয়। পরে টেন্ডার
বিউটি এন্টার প্রাইজকে টেন্ডার দেয়া হয়। কিন্তু কাগজপত্রের জটিলতায় তার টেন্ডার বাতিল করা হয়। সে হিসেবে শাহজাহান এন্টারপ্রাইজের কাগজপত্র সঠিক থাকায় নিয়ম অনুসারে এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার দেয়ার কথা থাকলেও পুনঃ টেন্ডার ডাকা হয়। আজ পুন:টেন্ডার জমাদানের শেষ দিন। তাই সকালে শাহজাহান এন্টারপ্রাইজের পক্ষে শামীম বাদশা টেন্ডার জমাদিতে গেলে প্রতিদ্বন্দ্বী টেন্ডার প্রার্থীর হয়ে রবিউল ও ফারুক, আয়নাল সহ তাদের লোকজন আমাদের টেন্ডার জমাদিতে দেননি। এবং হাসেম নামে আমাদের একলোক তারা আটকে রেখেছে। আমরা এ অন্যায় মেনে নেবো না। তাই পুন: টেন্ডারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।