নারায়ণগঞ্জের আড়াইহাজার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার উপজেলার ডহর মারুয়াদীর এলাকার হোসেন মিয়া ও দ্বীন ইসলাম নামে দুইজনকে পুলিশ আটক করে।
শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় জুয়া খেলা আসর বসানোর চাঁদার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভুঁইয়া ও স্থানীয় বিএনপি কর্মী মুরাদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।