আড়াইহাজার প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকালে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যেগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহসভাপতি মতিউর রহমান মতিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি কবির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক ও বিশনন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কাজী মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশে উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদলসহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।