আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের নদী থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের কড়ইতলা গ্রামের নিহতের বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধারের পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২ টা থেকে নিখোঁজ ছিল শিশুটি।
নিহত শিশুর নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)। সে কড়ইতলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে।
এর আগে নিখোঁজের সন্ধ্যানে সোমবার সকাল থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। পরে দুপুরে নিহতের লাশ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিখোঁজের সংবাদ পাবার পর থেকে পুলিশ শিশুটির জন্য তল্লাশি অব্যাহত রাখে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় লাশ বাড়ির পাশের নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।