বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব। মানববন্ধনে শোডাউন করে যোগদান করেছেন জেলা ছাত্রদলের শত শত নেতাকর্মীরা। ওই সময় সজীব নারায়ণগঞ্জ শহরে প্রধান সড়কে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
১৬ জানুুয়ারি শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
এতে বিভিন্ন থানা এলাকার নেতাকর্মীরা ভিন্ন ভিন্নভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগদান করেছেন। ওই সময় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে যোগদান করেছেন খায়রুল ইসলাম সজীব। একই সঙ্গে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও সজীবের নেতৃত্বে মানববন্ধনে যোগদান করেন।