সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানগরীর মাছঘাটে ৩ মণ জাটকা উদ্ধার, তিনজনকে জরিমানা

শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ

মহানগরীর মাছঘাটে ৩ মণ জাটকা উদ্ধার, তিনজনকে জরিমানা

নারায়ণগঞ্জ মহানগরীর ৩নং মাছ ঘাট এলাকা থেকে ৩ মণ নিষিদ্ধ জাটকা উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ। ওই সময় তিনজনকে আটক করে পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ জানুয়ারি শুক্রবার দুপুরে সদর নৌ-থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক গ্রেপ্তারকৃতদের নগদ অর্থ জরিমানা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর এসিল্যান্ড হাসান বিন মো. আলী, মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর নৌ-থানা পুলিশের এসআই মো. ইউনুস মুন্সি, এএসআই মো. জহিরুল ইসলাম, কনস্টেবল মো. আলিম, মো. সাফাত, মজনু মিয়া প্রমুখ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর আদমপুরের নূরুল হকের ছেলে মিন্টু মিয়া, ফরিদপুরের শিবচর এলাকার শামসুল আলমের ছেলে সুমন বেপারী ও বন্দর সল্পেরচর এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহন মিয়া।

জব্দকৃত ১১০ কেজি (তিন মণ) জাটকা’র আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫শত টাকা। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন