সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা সাত্তার সরকারের উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়ােজন

শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ১১:১৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা সাত্তার সরকারের  উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়ােজন

নারায়ণগঞ্জের ডাক.কম ;নারায়ণগঞ্জের ডাক.কম  ;  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অহংকার। তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। কিন্তু, এই শ্রেষ্ঠ বাঙ্গীকেই ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নিমর্মভাবে হত্যা করা হয়। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাঙ্গালি বহুদূর এগিয়ে যেত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ঢাক ২৪.কম কে দেয়া এক প্র‌তি‌ক্রিয়ায় এ কথা বলেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সাত্তার সরকার বলেন, শোককে শক্তিতে রূপ দিয়ে আমরা নারায়ণগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নের সাথে একাত্মতা প্রকাশ করছি। একই সাথে স্বাধীনতার স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নিজের কর্মসূচি প্রসঙ্গে বলেন, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের 22নং কদমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন