শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি গ্রন্থাগারে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতীয় ৪ নেতা শীর্ষক আলোচনা সভা

বুধবার, ০৪ নভেম্বর ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ

সরকারি গ্রন্থাগারে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতীয় ৪ নেতা শীর্ষক আলোচনা সভা

টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও জাতীয় ৪ নেতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন, সামাজিক সংগঠন আলোর পথের যাত্রী।
বুধবার (৪ঠা নভেম্বর) বিকেলে নগরীর কালীবাজার এলাকার সরকারি গ্রন্থাগারে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন। তিনি বলেন, জাতির চারটি স্তম্ভকে সেদিন হত্যা করা হয়েছিল। এখনো কোন অনুষ্ঠান করতে গেলে আমাদের ভয়ে থাকতে হয় এই নাকি হামলা হয়। সেই জায়গাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। শুধু অস্ত্র নয় নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার মাঝে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। একজন তাজউদ্দিন আহমেদ তৈরী না হলে বঙ্গবন্ধু কেবল শেখ মুজিব থাকতো বঙ্গন্ধু হতো না। একজন ফজিলাতুন্নেছা না থাকলে জাতীর পিতা হতো না। এ দেশ স্বাধীন করতে পারতাম না। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।
এসময় তিনি আব্দুল হাইকে উল্লেখ করে বলেন, আজকে যে ছেলেটি ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তা তো আপনি ৬২ সালে, ৬৪ সালে ও এরশাদ বিরোধী আন্দোলনে দিয়েছেন। নতুন ছেলে তৈরি করতে হবে। আর একজন আব্দুল হাই তৈরি না করলে, একজন শামসুজ্জোহা তৈরি না করলে সামনে কারা নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিবে।
আলোর পথের যাত্রীর সভাপতি ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু ও ব্যাংক কর্মচারী ফেডারেশন জেলার সভাপতি আবদুল কাদির প্রমুখ।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন