শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ তল্লা মসজিদ বিস্ফোরনে নিহত ফটো সাংবাদিক নাদিমের পরিবারের দায়িত্ব নিলেন কাউন্সিলর পরিবার

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ তল্লা মসজিদ বিস্ফোরনে নিহত ফটো সাংবাদিক নাদিমের পরিবারের দায়িত্ব নিলেন কাউন্সিলর পরিবার

নারায়ণগঞ্জ তল্লা বাইতুস সালাত জামে মসজিদের শুক্রবার রাতে এশা নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে নিহত ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের পরিবারের দায়িত্ব নিয়েছে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর পরিবার।তিনি নাসিক ১২নং ওয়ার্ডের বাসিন্দা এবং কাউন্সিলর শওকত হাসেম বাড়ী ১০ গজ দূরে ফুফু’র বাড়ীর ভাড়াটিয়া। ৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় ডনচেম্বারস্থ কাউন্সিলর নিজ বাড়ীতে নিহত ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের স্ত্রী লিমা আহম্মেদ ও তাদের একমাত্র ছেলে নাফি আহম্মেদের কাছে নগদ অর্থ, একটি সেলাই মেশিন, এক বস্তা চাল, তেল, ডাল, ৫ বছর বাড়ী ভাড়া মওকুফ, ছেলে নাফি’র ৯ম শ্রেণী থেকে ডিগ্রী পর্যন্ত পড়াশুনা খরচ বহন করবেন কাউন্সিলর শওকত হাসেম শকু ও তার স্ত্রী দিপা হাসেম পরিবার।কাউন্সিলর শকু ও তার স্ত্রী দিপা বলেন, নাদিম আহম্মেদ একজন নামাজী ব্যক্তি, ভদ্র ও ভালো মানুষ ছিলেন। নাদিম আমার বাড়ীর পাশে থাকেন, এই বয়সে স্বামী হারিয়েছে স্ত্রী লিমা। ৯ম শ্রেণী পড়ুয়া ছেলে নাফি হারিয়েছে বাবাকে। পত্রিকা দেখলাম নাদিমের স্ত্রী লিমা বলেছে, আমাদের একমাত্র উপার্জনকারী আর নেই। তাদের পরিবারের প্রতি আমাদের পরিবারের প্রতিটি সদস্য পাশে থাকবে সারাজীবন। তাদের যে কোন সহযোগিতা বা বিপর্যয়ে কাউন্সিলর পরিবার থাকবে।

কাউন্সিলর শকু বলেন, এটা নিয়ে কোন রাজনীতি নয়। আমি একজন জনপ্রতিনিধি, আমার প্রতিবেশী ফটো সাংবাদিক নাদিম আহম্মেদ পরিবার। তাদের পাশে থাকার জন্য সকলের দোয়া চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন