রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রড বোঝাই ট্রাক ছিনতাই, আটক ৪

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ৮:২৫ অপরাহ্ণ

আড়াইহাজারে রড বোঝাই ট্রাক ছিনতাই, আটক ৪

আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে রড় বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ট্রাকটি উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে আটক করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা—সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো, উপজেলার পাঁচরুখী এলাকার সাত্তার এর ছেলে আব্দুর রহমান (২৪), নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিমের ছেলে মো. আহাদ( ২৫), কুমিল্লা জেলার হোমনা থানার মৃত ছটু মিয়ার ছেলে চঞ্চল মিয়া (২৭) ও পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাব্বী (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ঢাকা মেট্রো—ট ২২—১৭৭৪ এর ট্রাকটি রড বোঝাই নিয়ে ঢাকা কোনাপাড়া থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৩ টার সময় আড়াইহাজারের ঢাকা—সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী একটি ড্রাম ট্রাকের মাধ্যমে ট্রাকটির গতি রোধ করে। এ সময় ট্রাকের চালক জাফর ব্যাপারী ও সহকারী শাহাদাতকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটিকে ছিনতাই করে বিশনন্দী ফেরিঘাটের দিকে যাত্রা করে তারা। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গোপান সংবাদের ভিক্তিতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ট্রাকটি তা অগ্রাহ্য করে চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাক থামিয়ে পালানোর সময় বিশনন্দী ফেরীঘাট থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
অপর দিকে আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আড়াইহাজার পালপাড়া এলাকার কাজী আবুল হোসেনের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। কাজী আবুল হোসেন জানান, ঘটনার দিন রাত দেড়টায় তার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে চোখের পলকে নগদ ১৫ লাখ টাকাসহ স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ডাকাত দলের প্রত্যেকের পরণে হাফ পেন্ট, গেঞ্জি এবং মুখোশ পরিহিত ছিল। সে চাউল পাইকারী বিক্রি করায় তার বাড়ীতে এত টাকা ছিল বলে আবুল জানান।
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতির ঘটনাটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন