শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এমপি কায়সার

ফাহাদুল ইসলাম (সোনারগাঁ প্রতিনিধি )

বুধবার, ১২ জুন ২০২৪ | ২:২৫ অপরাহ্ণ

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এমপি কায়সার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে চলতি বছর ২০২৪ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে।

সোনারগাঁওয়ে উপজেলার ২৮টি উচ্চ বিদ্যালয় , ০১ টি কারিগরি , ১০টি মাদ্রাসা থেকে ৩১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। এরি মধ্যে মানবিকে ৩ জন, বিজ্ঞান বিভাগে ৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডের ৩ জন পুরস্কার প্রাপ্ত হন।

বুধবার (১২ জুন ) সকালে উপজেলা মাঠে এ সংবর্ধনার আয়োজন করে আব্দুল্লাহ আল কায়সার , মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ ও সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল্লাহ আল কায়সার, সঞ্চালনায় ছিলেন , বিশেষ অতিথি ছিলেন, রুবিয়া সুলতানা, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, সৈয়দা সালেহা নূর, সহকারী কমিশনার ভূমি, সোনারগাঁ, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন, সোনারগাঁ, ওসি তদন্ত, মহসিন হোসেন, সোনারগাঁ, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি আওয়ামী যুবলীগ সোনারগাঁ, রাশেদুল ইসলাম রাসেল, সভাপতি আওয়ামী ছাত্রলীগ, সোনারগাঁ, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সাগর সহ নাজমুর রহমান সজিব, সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ মোগড়াপাড়া ইউনিয়ন।

সকাল ১০ টা থেকেই থানার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সকাল সাড়ে ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিয়ে সংবর্ধনার মুল অনুষ্ঠান শুরু হয়। কৃতিরা অতিথিদের কাছ থেকে ক্রেস্ট, সম্মাননা পত্র ও উপহার গ্রহণ করে।

পরে অনুষ্ঠিত বক্তৃতা পর্বে মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, তোমরা যারা জিপিএ-৫ পেয়েছো তাদের দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এসএসসি পরীক্ষা যে সাফল্য পেয়েছো তা যেনো সারা জীবন বজায় থাকে। তোমরা যেন হারিয়ে না যাও।

আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম চেয়ারম্যান বলেন, তোমরা ভাল ফলাফল করেছো। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। সোনারগাঁ কে সারে দেশে একটি অন্যতম উপজেলা হিসেবে তুলে ধরতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, সারা বিশ্বে সারা দেশে জ্ঞানের আলো ছড়াবে, তোমরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবে। অতএব শিক্ষার কোন বিকল্প নাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন