ফতুল্লা প্রতিনিধি: : নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও বিশ্ব ডায়বেটিস দিবস পালন করেছে সদর উপজেলার আলীরটেকের খালেক মাস্টার ডায়বেটিস সেন্টার। শনিবার (১৪ নভেম্বর) বিনামূল্যে রোগী দেখা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
খালেক মাস্টার ডায়বেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু জানান, দিবসটি উপলক্ষ্যে ডায়বেটিস সেন্টারে বিনামূল্যে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়াও দরিদ্র রোগীদের ঔষধও বিতরণ করা হয়।
বিকালে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী ডায়বেটিস সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ##