বিশেষ প্রতিনিধি: ফতুল্লা মডেল থানা পুলিশ সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সৈয়দ মো.শাওনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক আবদুল করিম সঙ্গীয় ফোর্স ফতুল্লা শাজাহান রি-রোলিং মিলের সামনে থেকে শাওনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাওন দাপা ইদ্রাকপুরের মো.মিরাজের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, দিপ্তি ডাইংয়ের মালিকের দায়ের করা একটি চাদাঁবাজি মামলা ( সিআর- ৬৭১/২০ ) দীর্ঘদিন যাবত আসামী শাওন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ফতুল্লা শাজাহান রি-রোলিং মিলের সামনে থেকে শাওনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চাদাঁবাজ শাওন ফতুল্লা ছাত্রলীগের এক প্রভাবশালী নেতা ও বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ফতুল্লা ও আশপাশ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিকদের কাছে চাদাঁ দাবী করতো। কেউ চাদাঁ দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্নভাবে হুমকী প্রদান ছাড়াও ব্যাপক হয়রানী করতো এ শাওন। গ্রেফতারকৃত শাওনকে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।