“আমায় স্বাধীনতা দাও ”
জামান ভূঁইয়া
আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে কথা বলার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও ।
স্বাধীন ভাবে রাত কাটাতে
স্বাধীন ভাবে পথ চলতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও ।
স্বাধীন ভাবে পেট ভরে
ভাত খেতে দাও
সহজ পথে রুজি করার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও ।
স্বাধীন ভাবে বিদ্যালয়ে
পড়তে যেতে দাও
সুশিক্ষায় শিক্ষা নিতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও ।
স্বাধীন ভাবে মরতে আমার
অনেক বড় স্বাধ
দা ‘য়ের কোপ বুলেট ছাড়া
মরার সুযোগ দাও
আমায় স্বধীনতা দাও ।
১৩ – ০৪ – ২০০৩ খৃষ্টাব্দ
০১৯১৩২৯৪৩৫৭ , ০১৭৯৯০৫৯০২০