শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় স্মার্ট পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয় :   এমপি নজরুল ইসলাম বাবু

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ১২:০৪ অপরাহ্ণ

জাতীয় স্মার্ট পরিচয়পত্র পাওয়া গর্বের বিষয় :   এমপি নজরুল ইসলাম বাবু

বিশেষ প্রতিনিধি :  বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই স্লোাগানকে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের অধ্যক্ষ আলমগীর হাসানর, ইউনাইটেড স্কুল এন্ড কলেজেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ১৮ বছর বয়স হলে নিজের দায়িত্বে ভোটার হওয়া উচিত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া আমাদের গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশের সচেতন নাগরিক হিসেবে সকল ভোটারকে তাদের গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে নির্বাচনে ভোট প্রদান করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানে উৎসাহিত করা প্রয়োজন। এখন দেশে নির্ভুল ভোটার তালিকা রয়েছে। বর্তমানে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানের কোন প্রতিবন্ধকতা নেই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন