শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শূন্যতে বিদায় লিটন, টিকতে পারলেন না শান্তও

সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | ৭:২৬ পূর্বাহ্ণ

শূন্যতে বিদায় লিটন, টিকতে পারলেন না শান্তও

টসে জিতে যখন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ, তখন কি চিন্তা করেছিলেন শুরুতেই এমন সাফল্য আসবে ঘরে? অধিনায়ক যে চিন্তা থেকেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন না কেন, ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দিতে খুব সময় নেননি পেসার আলজারি জোসেফ ও কাইল মায়েস।

ইনিংস শুরুর প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লিটন দাসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জোসেফ। তখনও রানের খাতা খুলতেই পারেননি লিটন। জোসেফের প্রথম বলে ১ রান নিয়ে লিটনকে স্ট্রাইক দিয়েছিলেন তামিম। এরপর তিন বল খেলে নিজের চতুর্থ বলে লিটন যখন বিদায় নেন দলের স্কোর তখন ১ রানে ১ উইকেট। 
জোসেফের লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি লিটন দাস। ফলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু দ্বিধায় থাকা লিটন ও তামিম রিভিউ নেবেন কি নেবেন না- এই সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করছিলেন, ততক্ষণে রিভিউ নেওয়ার সময় শেষ হয়ে যায়। ফলে ফিরে আসতে হয় লিটনকে।

লিটনের বিদায়ের পর মাঠে আসেন নাজমুল হাসান শান্ত। দুটি বাউন্ডারিতে ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু অশান্ত হয়ে ওঠার আগেই শান্তের লাগাম টেনে ধরেন কাইল মায়েস। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।
শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তামিম-সাকিব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ওপেনার তামিম ৩৩ বলে ৩০ রান ও সাকিব ২৩ বলে ১৫ রানে অপরাজিত আছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন