শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে পালিয়ে গেল স্বামীর স্বজন

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ৯:৫৩ অপরাহ্ণ

আড়াইহাজারে হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে পালিয়ে গেল স্বামীর স্বজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সঙ্গে অভিমান করে সাবিনা (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মুল্লুকসাদী গ্রামে।

জানা গেল, ওই গ্রামের নিহত সাবিনার স্বামী ইলিয়াছের সাথে দীর্ঘদিন যাবত দাম্পত্যকলহ চলছিল। মঙ্গলবার সকালেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

দুপুরে বাড়ি ফাঁকা পেয়ে সাবিনা স্বামীর সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি বেধে ফাস দেন। শ্বশুর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর শুনে শ্বশুর বাড়ির লোকজন লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে ছুটে যান।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন