বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু ও সদস্য জুয়েল আহমেদ, হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে আড়াহাজার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান করেছেন।
১৬ জানুয়ারি শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা বেলায়েত হোসেন, শামসু মেম্বার, হাবিব আহমেদ, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা, মনিরুজ্জামান মনির, আড়াইজাহার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক শফু উদ্দিন শফু, নাজমুল হাসান বাচ্চু, খাজা মাইনুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা রাজিব, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, জহির ফকির, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ, মোমেন ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা সুমন, রানা আরশাফ, নাজমুল ইসলাম রনি, জহির মোল্লা, বাকির মোল্লা, আবু নাইম, তুহিন, সুমন মিয়া, রাসেল, সাদ্দাম হোসেনসহ সহযোগিতা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।