
তিনি ‘আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের’ কার্যকরী সদস্য ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। রাত আট টায় বড় বিনাইরচর মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মাহাবুব মোল্লা, সাংবাদিক সফুরউদ্দিন প্রভাত, সংগঠনের সহ-সভাপতি অলিউল্লাহ ভূঁইয়া তুহিন, অফিস সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াছির রাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ-মোয়াজ্জেম মামুন, কার্যকরী সদস্য এবি নুরুল হক, স্থানীয় মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, থানা শ্রমিক দলের সভাপতি সিরাজ ও ডা. আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেণি পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।