বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসীন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন মহসীন তালুকদার নামের ওই যুবক। ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেওয়া হয়।