ব্যাপক জমকালো আয়োজনের মধ্যদিয়ে আড়াইহাজারে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় এস.এম মাজহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আড়াইহাজার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্বাধীনতা শিক্ষক পরিসদ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি বাবু ব্রোজেন্দ্রনাথ সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা । অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাখাওয়াত হোসেন বুলবুল, আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন, মুকুন্দী গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন প্রমুখ ।