শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ | ২:৪০ অপরাহ্ণ

আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। ৩০ অক্টোবর শুক্রবার সকালে দীর্ঘদিনের প্রত্যাশিত নান্দনিক কেন্দ্রীয় কার্যালয়ের ৪ তলা স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আড়াইহাজার পৌরসভা বাজারে নির্মাণাধীন ভবনের ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।

সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, দ্রুততম সময়ের মধ্যে উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান। ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, আমির হোসেন, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, উপজেলা তরুণ লীগ সভাপতি এইচএম জাকির হোসেন, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাঈম মোল্লা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন