বিশেষ প্রতিনিধি: বন্দরের কৃতি সন্তান দৈনিক বিজয় পত্রিকা ও দৈনিক অপরাধ পত্রিকার বন্দর প্রতিনিধি ইলিয়াছ শেখ এর হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪ টায় নারাণগঞ্জ প্রেসক্লাব সম্মুখে অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থ্যার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াছের সহধর্মীনি,গর্ভধারীনী মা,ইলিয়াছের ছোট ছেলে ও ৪ বছরের শিশু কন্যা। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দেশ পত্রিকা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাংবাদিক শহিদুল্লাহ রাসেল, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক মনির হোসেন, প্রেস নিউজ ২৪.কম এর সম্পাদক এম এ এম সাগর, সকাল নারায়ণগঞ্জ অনলাইন এর সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, নিউজ ব্যাংক ২৪.কম এর সম্পাদক আল মামুন, দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সাংবাদিক ইমরান আহমেদ, এন এ এন টিভির ফটো সাংবাদিক রতন আহমেদ, সাংবাদিক মশিউর রহমান, ফটো সাংবাদিক রাজু খন্দকার,রিপন মাহমুদ, কামরুল হাসান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা ইলিয়াছ হত্যার বিচার দাবিতে প্রশাসন সহ সরকার প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন অতিদ্রুত সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাসি কার্যকর করা হোক। সেই সাথে সাংবাদিকদের নিরাপর্তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহন করে তাদের স¦াভাবিক চলা চল করার নিশ্চয়তা প্রদান করা হোক। মানব বন্ধনে ইলিয়াছের স্ত্রী স্বামী হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান,গর্ভধারীনী মা বলেন আমার নির্দোষ ছেলেকে ওরা কুপিয়ে হত্যা করেছে এর বিচার চাই এই সমাজের সকল মানুষের কাছে, আমি নিরাপরাধ ছিলেকে হারিয়ে আজ নিঃস তাই আমার ছেলের হত্যার বিচার চাই।
সন্ত্রাসী মাসুদের নির্দেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে আপনারা তাকে ধরে বিচার করুন, তানাহলে আমাদের কাছে ধরে দিন আমরা বিচার করবো। ছোট্ট ছেলে পিতা হত্যা বিচার চাইতে কান্নার সুরে বলে উঠলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমার পিতা হত্যার বিচার করুন,আমার পিতা কোন অপরাধ করেনি। সভাশেষে বক্তারা সাংবাদিক ইলিয়াছ হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জের সকল স্তরের সাংবাদিকদের আয়োজনে ১৪ই অক্টোবর বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সম্মুখে মানব বন্ধনের কর্মসূচী ঘোষনা করা হয়।