শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ৪:৩২ পূর্বাহ্ণ

ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:নারায়নগঞ্জের ফতুল্লায় রুমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী ও বনফুল এন্ড কোং কে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও মেয়াদউর্ত্তীন খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১,২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়নগঞ্জের পৃথক দুইটি জায়গা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক এই জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ফতুল্লা থানার অর্ন্তগত পশ্চিম তল্লার গ্রীন রোডে অবস্থিত রুমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে খাদ্য পণ্যের সাথে নষ্ট ডিম মিশ্রন ও নষ্ট শিরা ব্যবহার মেয়াদউর্ত্তীন খাদ্য পণ্য বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারা ও ৫১ ধারা মোতাবেক (৫০,০০০+৫০,০০০)= ১০০,০০০/- টাকা জরিমানা এবং কালির বাজার অবস্থিত অপর প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং কে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ৪৩ ধারা মোতাবেক ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন