শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে ক’রোনায় মৃত্যু ১৩, শনাক্ত ৪৩৮

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১:৫১ অপরাহ্ণ

দেশে ক’রোনায় মৃত্যু ১৩, শনাক্ত ৪৩৮

দেশে ক’রোনা ভাইরাসের তাণ্ডবে আজ আরো ১৩ জনের প্রাণহানি হয়েছে। তবে আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থতার হার। আজকেও কোভিড-১৯ থেকে  ৫৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে করে মোট সুস্থ ৪ লক্ষ ৮১ হাজার  ছাড়ালো।
দেশে ক’রোনায় মৃত্যু ১৩, শনাক্ত ৪৩৮
দেশে ক’রোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আজ ৩ জানুয়ারি (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।

এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩৮ জন ক’রোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে ক’রোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষ ৩৬ হাজার ৫৪৫ জন।

এছাড়া ক’রোনায় নতুন করে মারা গেছেন আরো ১৩ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ৮,১৬২ জনের। গতকাল প্রাণহানি হয়েছিলো ১২ জনের।

গত ২৪ ঘন্টায় ১৪,৯৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩৬ লক্ষ ৯৩ হাজার ৬৩৪ টি।

এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ৫৭৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৪ লক্ষ ৮১ হাজার ৩০৬ জন।

বিশ্বজুড়ে ক’রোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৪৪ লাখ ৮০ হাজারের বেশী মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ২২ লক্ষ ৬৪ হাজার মানুষের। বিশ্বজুড়ে ক’রোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৬০ হাজারের বেশী মানুষ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন