শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব.১১।

বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ১২:৪৭ অপরাহ্ণ

গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব.১১।

নারায়ণগঞ্জের ডাক.কম : কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পালপাড়া এলাকায় বিভিন্ন যানবাহান থেকে জিভির নামে টাকা আদায় করার সময় তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  র‌্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কুমিল্লার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভুয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় চাঁদাবাজ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করে।  আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া , শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০) ও শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)।  আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬ হাজার ১৩০ টাকা, চাঁদা আদায়ের ভুয়া রশিদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের কাছ থেকে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভুয়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছে বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন