সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে কারাবন্দি আসামির মৃত্যু

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে কারাবন্দি আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে কালা চঁান নামে হত্যা মামলার কারাবন্দি এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর পৌনে ২টায় ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালা চঁান ফতুল্লার প্রতাবনগর এলাকার মুছা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, কালা চঁান ফতুল্লা থানায় দায়ের করা ২০০৬ সালের একটি হত্যা মামলার আসামি। সে ২০২২ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি রয়েছেন।
দুপুর ১টা ৭ মিনিটে হঠাৎ তার বুক ব্যথা হলে সে আমাদের জানান এবং তার পরিবারের কাছে ফোন দিতে বলেন। তখন কারাগার থেকে কালা চঁানকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা পৌনে ২টায় কালা চঁানের মৃত্যু হয়।
তিনি আরো জানান, মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলেছেন হার্টে সাডেন কার্ডিয়াক এ্যাটাক। লাশ হাসপাতাল মর্গে আছে। ময়না তদন্তের পর রোববার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন