১০ দিনের ব্যবধানে আবারো কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে দুই হাজার টাকা কমিয়ে এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বুধবার থেকে নতুন দর কার্যকর হবে। জুয়েলার্স সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম উত্থান–পতন সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে ভরিতে ২ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।