নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার শাহ্ আলম-শরীফ উদ্দিন সবুজের নেতৃত্বাধীন নবনির্বাচিত কার্যকরী কমিটি। শুক্রবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় এক যৌথ সভার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন । দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন, এই প্রেসক্লাব নারায়ণগঞ্জের মানুষের। যতদিন আমরা এর দায়িত্বে থাকি, তাদের পক্ষে, প্রেসক্লাবের সদস্যদের পক্ষে, সাংবাদিকদের পক্ষে আমরা কাজ করে যাবো। সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। দায়িত্ব হস্তান্তরের পর সভার দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি খন্দকার শাহ আলম।সভায় বক্তব্য রাখেন, সাবেক কার্যকরী সদস্য হালিম আজাদ, বর্তমান কার্যকরী সদস্য আরিফুর রহমান দীপু, বর্তমান সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বর্তমান যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, বর্তমান কোষাধক্ষ মুজিবুল হক পলাশ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক প্রণব কৃষ্ণ রায়, বর্তমান সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, সাবেক কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, বর্তমান কার্যকরি সদস্য লুৎফর রহমান কাকন, বিল্লাল হোসেন রবিন, এ.কে.এম মাহফুজুর রহমান, সাবেক কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি।