১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন এর উদ্যাগে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় । বুধবার (১৬ই ডিসেম্বর) প্রথম প্রহরে চাষাড়ার বিজয় স্তম্ভে জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।